আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।
যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।
এখন কাজের কথায় আসি।
কিছু কথা:
আপনারা এখনো যারা মোবাইল রুট করার পর ফোনে কাস্টম রিকোভারী ফ্ল্যাশ করেন নি।তারা যত তারাতারি সম্ভব কাস্টম রিকোভারী করে নিন।
আর না করলে আপনি ফোন টি চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।
আমি নিজেই অনেক সমস্যায় পরেছিলাম।
আমি রিকোভারী করার পর সমস্যা গুলো আর পাচ্ছিনা।
তো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ফোনের জন্য TWRP RECOVERY
ফ্ল্যাশ করার নিয়ম সহ।
আমার ফোন
Symphony v30
4.4.2-kitkat
mt6572
kernel-3.4.67
তো আমার দেওয়া রিকোভারী টি আপনার ফোনের সাথে মিল থাকলে চলবে।
আর না মিললে নিজস্ব ফোনের জন্য নিতে গুগলে গিয়ে লিখুন
custom recovery for xxxxxxxx অথবা TRWP/CWM for xxxx
x এর যায়গায় আপনার ফোনের নাম ও মডেল লিখবেন।
এমন কি সাথে mt ও kernel দিলে আরো ভাল হয়।সব মিলে গেলেই আপনি ফাইল টি ডাউনলোড করে খুব সতর্কতার সাথে কাজ করবেন।
ব্রিক হওয়ার ভয় থাকে রিকোভারী না করলে।
আবার রিকোভারী করার পর যখন ফোনের বিভিন্ন অ্যাডভান্স কাজ করা হয় তখন ব্রিক হতে পারে।
তখন শুধু আপনার ব্যাকাবে রাখা কাস্টম রিকোভারী টার মাধ্যমে আপনারা রিস্টর করে ফোনটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।
কাস্টম রিকোভারী করার এইটাই সবচাইতে বড় সুবিধা যে আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বা ফোন রেখে আসার কোন দরকারই হয়না।
আমার মতে রুট করার পর কাস্টম রিকোভারী না করা টা নিছক বোকামি।
ক্ষেত্র বিশেষে ফোনের জন্য অনেক খুজেও পাওয়া যায়না।তার জন্যও বিভিন্ন পদ্ধতি রয়েছে।
যেমন:
আর যেখান থেকে আপনার রিকোভারী টি পাবেন সেখানেই এর ফ্ল্যাশ করার নিয়মও পাবেন।তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।
এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।
তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।
আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।
তো প্রথমে:
symphony v30 ফোনের জন্য TWRP RECOVERY টি ডাউনলোড করতে এখানে যান।তারপর রিকোভারী ফাইলটি ডাউনলোড করা ফোল্ডার থেকে কপি করে সরাসরি এসডি কার্ডে রাখবেন।কোন ফোল্ডারে রাখবেন না।
ছবিতে দেখুন

এই কাজটি করার জন্য আপনার এসডি কার্ডে অবস্যই ২থেকে ৩ জিবি খালি রাখবেন।
তারপর আমার ফোনের জন্য নিয়ম অনুযায়ী mobile uncle tools এ্যাপস টিতে যাবেন।বি:দ্র:—এই এ্যাপস টি প্লে স্টোরেই পাবেন।












[বি:দ্র:=এই কাজের জন্য নেট কানেকশন অন রাখলে ভাল হবে]
এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।
ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।